কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়ার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান কেয়া, পৌরসভা মেয়র মোঃ শওকত ওসমান (শুক্কুর আলী), সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) একেএম গোলাম মোর্শেদ খান, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, অফিসার্স ক্লাবের পক্ষে সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, ডাঃ আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীমা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান খান, বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন, ধুলদিয়া-সহশ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, মুমুদিয়া ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান, আচমিতা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান (বাচ্চু), উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় মোঃ নুরুল ইসলাম (বিএসসি), প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ফকির, আচমিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাংবাদিক বেনী মাধব ঘোষ, সম্পাদক কটিয়াদী সমাচার ও সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, সরকারি কর্মচারী কল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক শামসুজ্জামান সেলিম।