সংবাদদাতা ।।
ফলাফলের দিক দিয়ে আলিয়াপাড়া এ,বি,এম নুরজাহান হোসেন উচ্চ বিদ্যালয় নিকলীর মধ্যে সেরা প্রতিষ্ঠান নির্ধারিত হয়েছেন। এ প্রতিষ্ঠানে এবারের এসএসসি পরীায় ১০১ জন শিার্থী অংশ নিয়ে ৮৪ জন পাস করেছে। এর মধ্যে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। উপজেলার দামপাড়া ইউনিয়নের আলীয়াপাড়ায় স্থাপিত প্রতিষ্ঠানটি গত বছরের চেয়ে এ বছর ভালো ফল করেছেন। আলিয়াপাড়া এ,বি,এম নুরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আহসান উল্লাহ বলেন, শিক-অভিভাবক ও ম্যানেজিং কমিটির সহায়তায় এ ফল অর্জিত হয়েছে। আমরা নিকলী উপজেলার ১ম হওয়ায় ভীষণ আনন্দিত। আগামীতেও এর ধারা অব্যাহত থাকবে বলে জানান প্রধান শিক। এ প্রসঙ্গে আলিয়াপাড়া এ,বি,এম নুরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম বলেন, শিক-অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের একান্ত সহযোগিতায় আজকের এই ফলাফল।