ইভটিজারকে গণধোলাই

সংবাদদাতা ।।
নিকলীতে এক ইভটিজারকে গণধোলাই দিয়েছে ইভটিজারে শিকার হওয়া ছাত্রীর স্বজন ও জনতারা। ইভটিজারের নাম ফারজুল (১৯)। সে পূর্বগ্রামের নবী হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিকলী শহিদ স্মরণিকা বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে সবসময় উত্ত্যক্ত করে বখাটে ফারজুল ও তার বন্ধুরা।
ইভটিজিং কবলিত ছাত্রী তার পরিবারকে এ বিষয়ে অবগত করলে মঙ্গলবার ২৫ আগস্ট স্কুলে আসার পথে ইভটিজিং করার সময় নিকলী খেলার মাঠের সামনে জনতা ফারজুলকে গণধোলাই দেয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!