আগামী শনিবার বিয়ে করতে যাচ্ছেন দিয়া মির্জা। বিয়ে নিয়ে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন এ বলিউড অভিনেত্রী। এতোটাই ব্যস্ত যে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ভোট দেয়ার সময়টুকুও পাননি তিনি। এক টুইট বার্তায় নিজেই সেটা জানিয়েছেন।
টুইটারে দিয়া লিখেছেন, প্রথমবার আমি ভোট দিলাম না। যদি আমার বিয়ের প্রোগ্রাম না থাকতো তাহলে অবশ্যই ভোট দিতে যেতাম।ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিনের বন্ধু সাহিল সাঙ্ঘাকে বিয়ে করতে যাচ্ছেন দিয়া। শনিবার এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সাহিলের সঙ্গে নিজের বাগদান সম্পন্ন হয় তার।