কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে সুকুমার রায় আবৃত্তি পরিষদ এক “আবৃত্তি সন্ধ্যা”র আয়োজন করে। শিশু সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ছড়াকার সুকুমার রায়ের ১৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৬ নভেম্বর ২০১৮) কটিয়াদী বাসস্ট্যান্ডসংলগ্ন খান মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুকুমার রায় আবৃত্তি পরিষদের সভাপতি ও প্রভাষক শামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের শুরুতে সদ্য প্রয়াত বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য “রনজিৎ রক্ষিত” স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সুকুমার রায় আবৃত্তি পরিষদের মরিয়ম আক্তার মীম, ওমর ফারুক, খসরু আনোয়ার, মোস্তফা কামাল, ছড়াকার অ্যাডভোকেট নবী হোসেন, শামসুজ্জামান সেলিম, রফিকুল হায়দার টিটু, পিযুষ কান্তি সরকার, মেহেরুন চৌধুরী ঐশি, বিপুল পাল, পূরবী দেবনাথ, রাজীব সরকার পলাশ, শামসুল আলম, জুলহাস উদ্দিন আহমেদ প্রমুখ আবৃত্তি পরিবেশন করেন। আবৃত্তি সন্ধ্যা সঞ্চালনায় ছিলেন রাজীব সরকার পলাশ।