উপজেলার নিকলী জিসি পাইলট হাই স্কুলের এসএসসি টেস্ট পরিক্ষার্থীর এক ছাত্র মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)| তার নাম রাকিব (১৪)। গ্রামের বাড়ি কুর্শা | রাকিবের চাচাত ভাই জুবায়েদ জানিয়েছ, গত ১৪ই অক্টোবরে রাকিব টেস্টের ১ম পরীক্ষা দিয়ে বাড়িতে ফেরার পথে পাঁচরুখী মোড়ে চলন্ত অটোরিকসা ও টমটমের ধাক্কায় সে পড়ে গুরুতর আহত হয়| নিকলী হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসা দেওয়া সম্বব হয়নি| পরে তাকে ঢাকার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ওখানেই চিকিৎসা অবস্থায় আজ তার মৃত্যু হয়| এ সংবাদে এলাকায় ও স্কুলের ছাত্র-শিক্ষকের মাঝে শোকের ছায়া নেমে পড়ে|
- ← একটি মাছের আশায় হাজারো মানুষের ভীড় (ভিডিও সহ)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ১ম বর্ষ অনার্সের স্থগিত পরীক্ষা ৯ নভেম্বর →