চন্দ্রনাথ গোসাই’র আখড়ায় সিনেমার শুটিং

সংবাদদাতা ।।
চন্দ্রনাথ গোসাই’র আখড়া। নিকলী সদর ষাইটধারের গোবিন্দপুর-এ দাঁড়িয়ে আছে। সময়ের আবর্তে জীর্ণশীর্ণ। এখনো এখানে হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সম্প্রতি ‘চন্দ্রাবতী কথা’ নামে একটি চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে এই আখড়ায়।
১৭ ডিসেম্বর থেকে কিশোরগঞ্জের বাজিতপুর, হোসেনপুরের এগারো সিন্ধুর, নিকলীর গুরইয়ের আখড়া ও চন্দ্রনাথ আখড়াসহ অন্যান্য এলাকায় চলছে এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’ ছবির শুটিংয়ের কাজ। পুরো শুটিং ইউনিট নিয়ে কিশোরগঞ্জেই আছেন পরিচালক। তিনি জানিয়েছেন, এক মাস একটানা কাজ চলবে এখানে। তারপর আগামী বর্ষায় শেষ হবে পুরো কাজ।

chandranath_akhra_nikli
ষোড়শ শতকের কবি চন্দ্রাবতীর কাহিনী নিয়েই নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। ‘চন্দ্রাবতী’ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল। গল্পটি নেয়া হয়েছে মৈমনসিংহ গীতিকা থেকে। লোকজ গল্পের ছবিটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক।
ছবির শুটিংয়ের আগে বেশ কয়েক দিন মহড়াও করেছেন শিল্পীরা। রাজধানীর বাংলামোটরে চলেছে এই মহড়া। এ ছাড়া, শুটিং স্পটে গিয়েও মহড়া করেছেন তারা। আরও অভিনয় করেছেন, গাজী রাকায়েত, নওশাবাসহ অনেকেই। পরিচালক রাশেদ চৌধুরীর ইচ্ছা, আগামী বছরেই এ ছবিটি মুক্তি দেয়ার। সরকারি অনুদানে নির্মিতব্য এ ছবির সঙ্গে প্রযোজক সংস্থা হিসেবে যুক্ত হয়েছে বেঙ্গল ক্রিয়েশন্স।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!