ধামইরহাটে “দেখাবো আলোর পথ”-এর ফ্রি চিকিৎসাসেবা প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাট হাসপাতালে ডাক্তার সংকটে যখন রোগীরা দিশেহারা, ঠিক সেই সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “দেখাবো আলোর পথ”। গতকাল উপজেলার রুপনারায়ন ও শিল্পী সম্মিলিত আলিম মাদরাসা ও ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক দুঃস্থ ও অসহায় রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছে সংগঠনটি।

বগুড়া শহীদ জিয়া মেডিকেল থেকে আগত মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ ও বক্ষব্যাধিতে অভিজ্ঞ ডা. সাইফুল ইসলাম ২দিন ব্যাপী এই চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় সহযোগিতা করেন স্বাস্থ্য সহকারী আখি আকতার, মুন্না ও মিলন, সংগঠনের সভাপতি মেহেদী হাসান, সদস্য রাজু, সাজু প্রমুখ।

অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব হোসেন আহমেদ বলেন, ধামইরহাট উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে দেখাবো আলোর পথ সংগঠনটি উপজেলার একমাত্র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী ও সামাজিক হিসেবে আমার কাছে পরিচিত। অসহায় জনগণের সেবার মাধ্যমে সংগঠনটি একদিন পুরো দেশে পরিচিতি লাভ করবে।

Similar Posts

error: Content is protected !!