সংবাদদাতা।।
নিকলীতে এক রিকশাচালককে খুন করেছে দূর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে রিকশাচালক লোকমান (৪০)-এর মৃতদেহ তার বাড়ির পাশের একটি বেগুন তে থেকে উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে র্দবৃত্তদের ফেলে যাওয়া এক জুড়া সেন্ডেল জুতা জব্দ করেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দামপাড়া পূর্বপাড়া নয়াহাটি গ্রামের আমীর আলীর ছেলে ৩ সন্তানের জনক রিকশাচালক লোকমান গতকাল বুধবার রাত ৯টার সময় বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়িতে ফেরেনি। পরদিন সকাল পৌনে ৭টার সময় একটি শিশু তার মৃতদেহ বেগুন েেত দেখতে পেয়ে তাদের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে লোকমানের স্বজনরা নিকলী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দামপাড়া পূর্বপাড়া গ্রামের ৩ সহোদরকে আটক করেছে। নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।