বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
বাজিতপুর উপজেলাসহ কিশোরগঞ্জের সবক’টি উপজেলার ওয়ালটন ও ইউনিটি ইলেকট্রনিক্সের ১০ বছর পূর্তি উপলক্ষে চার কিলোমিটার আনন্দ র্যালির নেতৃত্ব দেন কৃষ্ণ চন্দ্র দাস।
র্যালিটির শুক্রবার (২১ জুন ২০১৯) সকাল ১১টায় বাজিতপুর সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, বাজিতপুর বাজার চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ ছানাওয়ার আলম শাহ্ সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মস্তুফা কামাল, বাজিতপুর থানার তদন্ত ওসি ছারওয়ার জাহান, ওয়ালটনের এরিয়া ম্যানেজার মোঃ ইমাম হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম বলেন, ডিজিটাল যুগে এখন কেউ পিছিয়ে নেই। তাই ইউনিটি ইলেকট্রনিক্স এখন সমস্ত দেশে জয়জয়কার রূপ নিয়েছে। আলোচনা সভাশেষে গতকাল শুক্রবার বিকাল ৩টায় গণসঙ্গীত পরিবেশন করা হয়।