ধামইরহাটে ধান-চাল সংগ্রহ বিষয়ক আলোচনা সভা

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে চলতি ইরি-বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

এ সময় ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা খাদ্য কর্মকর্তা আতাউর রহমান, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, খাদ্য পরিদর্শক আবুল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার, মিল মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান, সম্পাদক আব্দুল হাকিম, কৃষকদের প্রতিনিধি কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হাসান, সম্পাদক মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন মিল মালিক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মিলাররা চাল সংগ্রহে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, চলতি ইরি-বোরো মৌসুমে বাজারে দাম বেশি হওয়ায় অনেক মিল মালিকগণ ধান ঠিকমত সংগ্রহ করতে পারেননি এবং বেশি দরে ধান ক্রয় করেছেন। এতে করে সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রয় করলে মিল মালিকরা কিছুটা ক্ষতির সম্মুখিন হবে। মিল মালিকদের প্রত্যাশা সরকার তাদের কথা বিবেচনা করে চাল সংগ্রহে পুনঃমূল্য নির্ধারণ করবে।

Similar Posts

error: Content is protected !!