পাকুন্দিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যানের আ’লীগে যোগদান

pakundia aleague

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান হামদু বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেছেন। এ সময় তিনি স্থানীয় এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এমপির হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

শুক্রবার রাতে হোসেন্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নাগরিক কমিটি আয়োজিত নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ওই চেয়ারম্যান আওয়ামীলীগে যোগদান করেন।

অনুষ্ঠানে নাগরিক কমিটির আহ্বায়ক ফজলে রাব্বি কলিন্সের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
pakundia aleague
নাগরিক কমিটির সদস্য সচিব নাজমুল কবির আলমগীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লি.-এর এফসিএ ডিরেক্টর একেএম দেলোয়ার হোসেন, সাবেক অতিরিক্ত সচিব নুরুজ্জামান মিয়া প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শামসুদ্দোহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম রেনু, হোসেন্দি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফরিদ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৪ জুন পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে হোসেন্দি ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান হামদু আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন।

Similar Posts

error: Content is protected !!