নিজস্ব প্রতিবেদক ।।
৩১ ডিসেম্বর শনিবার নিকলী নতুনবাজারে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এদিন বাজার চলাকালীন সময়ে দুপুরের খাবার খেতে দোকানি (আনুমানিক ২.২০টায়) বাহারউদ্দিন দোকান বন্ধ করে নিজ বাড়িতে যান।
সাড়ে তিনটার দিকে বাজার থেকে তার কাছে ফোন আসে। তখন জানানো হয়, তার দোকনের সামনের দরজা খোলা। তাড়াহুড়া করে বাজারে আসেন।
বাহারউদ্দিন জানান, দরজার ভেতর থেকে আটকানো অংশ খুলে চোর ভেতরে ঢুকে। তখন দোকানে থাকা সিম্ফনি ব্র্যান্ডের ২টি ফোন সেট ও দোকানে থাকা নগদ প্রায় সোয়া লাখ টাকা নিয়ে গেছে। তিনি নতুন বাজার কমিটিকে চুরির ঘটনা তাৎক্ষণিক জানিয়েছেন। কমিটির সভাপতি ব্যক্তিগত কাজে হাওর থেকে ফেরত আসার পর পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।