ইটনায় ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

২০ একর জমিতে বোরো ধান করেছিলেন ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আলমপাশা গ্রামের কৃষক সফিজ মিয়া।

আগাম বন্যায় তলিয়ে গেছে তার সবটুকু জমি। সহায় সম্বল হারানো এই কৃষক জীবন-জীবিকা নিয়ে পড়েছেন গভীর সংকটে। উপায় না পেয়ে বুধবার ৩ মে সকালে তিন ছেলে রিপন মিয়া (৩৮), কুদ্দুছ মিয়া (৩৫) ও ছিদ্দিক মিয়া (৩০) কে নিয়ে সফিজ মিয়া বামনদিঘার হাওরে তলিয়ে যাওয়া নিজের জমিতে যান ধান কাটতে।

ধান কাটতে গিয়ে আর ধান নিয়ে বাড়ি ফেরা হলো না সফিজ মিয়ার। ফিরেছেন প্রিয় সন্তানের লাশ কাঁধে নিয়ে। ডুবিয়ে ধান কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুরে হাওরের পানিতেই ঢলে পড়েন ছেলে রিপন মিয়া। স্ত্রী আর চার সন্তানকে অকূলপাথারে ফেলে রেখে রিপন মিয়ার এমন মৃত্যুতে হতবাক স্বজনেরা।

স্বজনেরা জানান, ধান হারিয়ে দিশেহারা পরিবারটি যখন একটা কিছু নিয়ে কোনরকমে ঘুরে দাঁড়াতে চাইছিল, তখনই এমন মর্মান্তিক ঘটনা ঘটলো। ধান এবং সন্তানহারা সফিজ মিয়ার কান্না আর আহাজারিতে ভারি এখন আলমপাশা গ্রামের বাতাস।

মৃগা ইউপি চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, এটি সত্যিই একটি হৃদয়বিদারক ঘটনা। বাদ আসর লাইমপাশা কবরস্থানের সামনে নামাজে জানাজা শেষে রিপন মিয়ার লাশ দাফন করা হয়েছে।

সূত্র : ইটনায় ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু (মানবজমিন)

Similar Posts

error: Content is protected !!