কিশোরগঞ্জে রিকল ২০২১ প্রকল্পের কর্মসূচি উন্নয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ।।

বেসরকারি সংস্থা পপি ট্রেনিং সেন্টারে বুধবার (১৭ মে) রিকল ২০২১ প্রকল্পের কর্মসূচি উন্নয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস। রিকল প্রকল্প ২০১০ সাল থেকে ২০১৭ সালের জুন মূলত দুর্যোগ আক্রান্ত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, কর্ম এলাকার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং বাল্যবিবাহ রোধ ও নারীর প্রতি সহিংসতা নিরসনে কাজ করে যাচ্ছে।

দিনব্যাপি এই পরামর্শ সভায় সকালে প্রান্তিক পর্যায়ের উপকারভোগীদের সাথে এবং বিকালে স্থানীয় প্রশাসনের সাথে রিকল ২০২১ প্রকল্পের কর্মসূচি উন্নয়নে পরামর্শ সভায় ভবিষ্যত কর্মপ্রণালী ও কর্মকৌশল বিষয়ে আলোচনা করা হয়। দাতাসংস্থা অক্সফ্যামের সহায়তায় হাওর অঞ্চলের কিশোরগঞ্জ ও নেত্রকোনায় পপি ও বিএনপিএস রিকল প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।

সকালের সেশনে কমিউনিটি পর্যায়ের পরামর্শ সভায় হাওর অঞ্চলে কাজ করা সংস্থাসমূহ পপি, বিএনপিএস, প্রচেষ্টা ও সানক্রেড-এর কর্মকর্তাবৃন্দ এবং পপি ও বিএনপিএস-এর উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বিকালের সেশনে স্থানীয় প্রশাসনের সাথে রিকল ২০২১ প্রকল্পের কর্মসূচি উন্নয়নে পরামর্শ সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমবায় অফিসার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, মিঠামইন উপজেলা সমবায় অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, নিকলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল ইন্জিনিয়ার, নিকলী উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা, ছাতিরচর ইউনিয়নের চেয়ারম্যান, এলএসপি, প্রাইভেট সেক্টর সদস্যবৃন্দ। মূলত: রিকল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০২১ সাল পর্যন্ত কাজ করতে কমিউনিটি এবং সরকারি বিভিন্ন দপ্তরের সাথে এই প্রকল্পের ভবিষ্যত কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।

সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন পপি নির্বাহী পরিচালক মূর্শেদ আলম সরকার এবং অক্সফ্যাম প্রতিনিধি মো: আনিসুর রহমান।

কর্মশালার শুরুতেই পপি-রিকল প্রকল্প-এর দীর্ঘ ৭ বছরের কাজের বিভিন্ন চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মোশারফ হোসেন খাঁন। বিগত ৭ বছরে যে সকল কার্যক্রম সিবিও পর্যায়ে বাস্তবায়ন করা হয়েছে তার সফলতা, ব্যর্থতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। উপকারভোগী সিবিও সদস্যগণ বিশেষ করে নারী আড্ডা দলের সদস্য, নারী ওয়াশ দলের সদস্য, সিবিও কার্যকরী কমিটির সদস্য, ইয়ূথ গ্রুপের সদস্যগণ তাদের জীবনের এবং তাদের এলাকার ইতিবাচক পরিবর্তনের কথা শোনান।

জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস তার সমাপনী বক্তব্যে রিকল ২০২১ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমকে স্বাগত জানান এবং হাওরাঞ্চলের নারীদের বর্ষাকালের জন্য সেলাই প্রশিক্ষণ, অনাবাদী জমিতে সবজি চাষ, বন্যা সহনশীল ধান চাষ করার কথা বলেন।

Similar Posts

error: Content is protected !!