ভুল সিগন্যালিংয়ে গচিহাটায় ট্রেন মুখোমুখি, অল্পের জন্য রক্ষা

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।

একই লাইনে সিগনাল দেয়া থাকায় একটি যাত্রীবাহী লোকাল ট্রেন বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের মুখোমুখি অবস্থায় পড়ে। ১৭ জুন শনিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার গচিহাটা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এতে উভয় ট্রেনের চালক ট্রেন দুটি শক্ত হাতে নিয়ন্ত্রণ করায় অন্তত ৬ শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈশাখাঁ ট্রেনটি গচিহাটা ব্রিজের উপর দিয়ে গ্রীন সিগনাল দেখে স্টেশনে প্রবেশ করে। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনটিও সিগনাল পেয়ে স্টেশনে প্রবেশ করে। পরে যাত্রীদের আর্তচিৎকার শুনে ট্রেন দু’টির চালক দ্রুত ব্রেক ধরে মুখোমুখি অবস্থায় এতে গতি নিয়ন্ত্রণে সক্ষম হন। এ সময় অনেকে লাফিয়ে পড়ে আহতও হয়েছেন বলে জানা যায়।

ভুল সিগন্যালিংয়ের ফলে দুর্ঘটনা কবলিত হওয়ায় উপস্থিত জনতা গচিহাটা স্টেশন কাউন্টারের কাছে ক্ষোভ জানায়। সাধারণ মানুষের উত্তেজিত রূপ দেখে স্টেশন মাস্টার আমিনুল ইসলাম ও অপর দায়িত্বশীল আবদুল হাই পালিয়ে যান।

পরবর্তীতে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য গচিহাটা স্টেশন মাস্টার আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী থানার ওসি জাকির রাব্বানী জানান, সম্ভাব্য দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ গচিহাটা স্টেশনে পৌছে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Similar Posts

error: Content is protected !!