করগাঁও উচ্চবিদ্যালয় মাঠে ২দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সংবাদদাতা ।।

কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নবাসীর উদ্যোগে করগাঁও ইউনিয়ন উলামা ও ইমাম পরিষদের পরিচালনায় ২দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল শুক্রবার রাতে আখেরী মুনাযাতের মাধ্যমে শেষ হয়েছে। ১ম দিনে তাফসির করেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক আল্লামা উবায়দুর রহমান খান নদভী, মাওঃ আবদুল কাদের জিহাদী, ২য় দিন তাফসির করেন, আলজামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক আযহার আলী আনোয়ার শাহ, মাওলানা জুনায়েদ আল হাবিব, নরসিংদী বেলাব জামে মসজিদের খতিব ডঃ খলিলুর রহমান খান আল আজহারী প্রমুখ। হামদ ও নাত পরিবেশনা করেন কিশোরগন্জের উপমাশিল্পী। মাহফিল শুনার জন্য পাকুন্দিয়া, কিশোরগন্জ, করিমগন্জ, নিকলী, বাজিতপুর থেকে হাজারো নারী পুরুষ সমবেত হন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!