কুর্শা বাজারে দোকানে ট্রাক ঢুকে ২জন মারাত্মক আহত

আহত ইছব আলির ভাঙা হাতের এক্স-রে

বিশেষ প্রতিনিধি ।।

আজ (সোমবার) সকাল সাড়ে ৮টায় নিকলী সদর ইউনিয়নের কুর্শা বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২জন মারাত্মক আহত হয়েছেন।

জানা যায়, ২৮ আগস্ট সোমবার সকালে কুর্শা বাজারে দোকানে চা খাওয়ার জন্য বেশ কয়েকজন বসেছিলেন। এ সময় আচমকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে যায়। এতে দোকানঘরসহ আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে যায়।

ট্রাকের আঘাতে চায়ের জন্য অপেক্ষারত ২জন আহত হন। এর মধ্যে আহত ইছব আলির (৬০) ডান হাত (কনুই থেকে কাঁধের মাঝামাঝি) ভেঙে যায়। দ্রুততার সাথে তাকে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অপর আহত আলাউদ্দিনকে নিকলী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ট্রাকটির মালিকের নাম লোকমান ও ড্রাইভারের নাম হোসেন বলে জানা যায়। ট্রাকের মালিক, ড্রাইভার ও আহতদের সবার বাড়ি নিকলী সদর ইউনিয়নের কুর্শা পশ্চিমপাড়ায় (মধ্যপাড়া)। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন ট্রাকের মালিক লোকমান। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

Similar Posts

error: Content is protected !!