পাবিপ্রবিতে ভর্তি ফরম বিতরণ কার্যক্রম শুরু

আমাদের নিকলী ডেস্ক ।।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম বুধবার ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। অনলাইনে ভর্তির আবেদন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। আগামী ২৭ অক্টোবর এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাসস

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা বাসস’কে জানান, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। তিনটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিট সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত, বি ইউনিটে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, এ১ ইউনিট বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা এবং এ২ ইউনিটে বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী www.pust.ac.bd এবং pust.cloudonebd.com ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।

বিজ্ঞান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধীনে গণিত, পদার্থ, ফার্মেসি, রসায়ন, পরিসংখ্যান এবং ভূগোল ও পরিবেশ বিভাগ।

বিজনেস স্টাডিজ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থনীতি, বাংলা, সমাজকর্ম, ইংরেজি, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ ও লোকপ্রশাসন বিভাগ অন্তর্ভুক্ত।

Similar Posts

error: Content is protected !!