নিকলী ফারিয়ার জাঁকজমক বর্ষবরণ


নিজস্ব প্রতিবেদক ।।

ফার্মাসিউটিক্যালস রি-প্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নিকলীর আয়োজনে জাঁকজমকপূর্ণ ইংরেজি নববর্ষ-২০১৮ উদযাপিত হয়েছে। পুরোনো বছরের শেষ সময় ৩১ ডিসেম্বর রাতে নিকলীস্থ কিশোরগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এ বর্ষবরণ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি ও এশিয়াটিক ফার্মাসিউটিক্যালস-এর প্রতিনিধি কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফের সভাপতিত্বে ও মাশুকুর রহমান ঝুটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ষবরণে প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামীলীগ সম্পাদক কারার কাউসার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মামুন চৌধুরী, নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল সাফি, ডা. সুমন সাহা, নিকলী থানার পুলিশ ইনচার্জ নাসির উদ্দিন ভূইয়া, নিকলী যুবদল সভাপতি আতিকুল ইসলাম তালুকদার হেলিম, ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সভাপতি সেলিম মিয়া, সম্পাদক সঞ্জয় সাহা, কারার অমৃত হোসেন, নাট্যজন আবুল কাশেম, মিয়া হোসেন, কলিম উদ্দিন, সংগঠনের সদস্য ও নিকলীতে কর্মরত সংবাদ মাধ্যম কর্মী, ফারিয়া সদস্যবৃন্দসহ স্থানীয় কয়েকশ’ ব্যক্তি অংশগ্রহণ করেন।

আলোচনা পর্ব শেষে প্রখ্যাত টেলিভিশন রেডিও শিল্পী শামীম জোবায়ের, মাহফুজ আহম্মেদ ও স্থানীয় শিল্পীরা গজল ও ফোক গানে মাতিয়ে রাখেন নতুন বছরের আগমন পর্যন্ত। অতিথিদের জন্য ছিলো র‌্যাফেল ড্র ও পুরস্কার প্রদান। সব শেষে অতিথি আপ্যায়ন পর্ব ছিলো চোখে পড়ার মতো।

Similar Posts

error: Content is protected !!