পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোহেল মিয়া (২০) নামে এক গৃহনির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ অক্টোবর ২০১৮) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজিহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার অমরপুর গ্রামের মজনু মিয়ার পুত্র।
জানা যায়, গৃহ নির্মাণ শ্রমিক সোহেল মিয়া জাঙ্গালিয়া বাজার থেকে রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে যাবার পথে কাজিহাটি নামক স্থানে পৌছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার বিপিএম সাংবাদিকদের জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

