ধামইরহাট থেকে ফেন্সিডিলসহ নারায়নগঞ্জে দম্পতি আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাট থেকে ১৩৪ বোতল ফেন্সিডিল নিয়ে নারায়ণগঞ্জে যেতে পারল না দম্পতি। ধরা খেলেন পুলিশের হাতে। এখন তারা শ্রী ঘরে।

থানা সূত্র জানায়, আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের মসজিদের পাশে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বাসিন্দা বুরুমদী (উত্তরপাড়া) গ্রামের শহিদুল্লাহ ভুইয়ার ছেলে মামুন ভুইয়া (৩৩) ও তার স্ত্রী শাকিলা বেগম (২০) ১৩৪ বোতল ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার এস.আই শাহজাহান আলমের নেতৃত্বে ২০ অক্টোবর রাত ৯টায় ঝটিকা অভিযান পরিচালনা করেন।

এ সময় তাদের ১৩৪ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক আইনে মামলা তারে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে মর্মে ওসি জাকিরুল ইসলাম জানান।

Similar Posts

error: Content is protected !!