ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা যুবলীগের উদ্যোগে সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১১ নভেম্বর সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ১০টায় একটি র্যালি বের করা হয়।
উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ক্যান্টিন চত্বরে যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস সোহেল রানা, যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, সেলিম মাহমুদ রাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।