পলাশবাড়ী মোকসুদুল মোমেনীন জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া সদরের গোকুল পলাশবাড়ী স্কুলপাড়ায় শনিবার সকাল ৯টায় মোকসুদুল মোমেনিন জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

মসজিদ কমিটির সভাপতি সমাজসেবক মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগ ও গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ।

এসময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহসভাপতি আব্দুর রশীদ, প্রভাষক হামিদুর রহমান ডাবলু, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন শফিউল আলম, আব্দুল জলিল, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক মানিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু বক্কর সিদ্দিক।

Similar Posts

error: Content is protected !!