নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগঞ্জের নিকলীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। এতে খাইরুল মোমেন স্বপনকে আহ্বায়ক এবং মাশুকুর রহমান ঝুটনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয় গত শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪)।
সংগঠন সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষে নিকলী সরকারি গোরাচাঁদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৬ আগস্ট এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক শিক্ষক মুর্শিদ উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম। এ সময় দলের কেন্দ্রীয় ও নিকলী-বাজিতপুরের অনেক নেতা-সমর্থক উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে সভায় খাইরুল মোমেন স্বপনকে আহ্বায়ক এবং মাশুকুর রহমান ঝুটনকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।