প্রথমবারের মতো মা হলেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গতকাল শনিবার অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সাবা’র স্বামী, মুরাদ পারভেজ একজন নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক। জানা গেছে, নবজাতক ও মা দুজনেই ভালো আছেন।
এরই মাঝে ছেলের নামও রেখেছেন এই তারকা দম্পতি। নির্মাতা মুরাদ পারভেজ সন্তানের নাম রেখেছেন স্বরবর্ণ।
নির্মাতা মুরাদ পারভেজের প্রথম সিনেমা ‘চন্দ্রগ্রহণ’। এটি ২০০৮ সালের মুক্তি পায়। সিনেমাটিতে গুরুপ্তপুর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, সোহানা সাবা ও চম্পা।
আর এই সিনেমাটির মাধ্যমে ২০০৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক’সহ মুরাদ পারভেজ তিনটি ও অন্যান্য বিভাগে চারটি এই মোট সাতটি বিভাগে পুরস্কার লাভ করে। সিনেমায় সাবা’র অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।
সম্প্রতি মুক্তি পেয়েছে মুরাদ পারভেজ পরিচালিত ও সোহানা সাবা- চিত্রনায়ক ফেরদৌস অভিনীত ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি।
মা হলেন সোহানা সাবা
