আমাদের নিকলী ডেস্ক ।।
কটিয়াদীতে প্রতিবেশীর খড়ের স্তূপের আগুন নেভাতে গিয়ে আলতু মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ১২ জুলাই সকালে কটিয়াদী পৌর এলাকার মসল্লা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আলতু মিয়া মসল্লা গ্রামের মৃত জাহেদুল হকের ছেলে।
এলাকাবাসী জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ১০টার দিকে মসল্লা গ্রামের রমজান মিয়ার খড়ের স্তূপে আগুন লাগে। খবর পেয়ে প্রতিবেশী আলতু মিয়া সেখানে ছুটে গিয়ে সেই আগুন নেভাতে তৎপরতা চালান। খড়ের স্তূপের উপরে ওঠে আগুন নেভানোর কাজ করতে গিয়ে তিনি হঠাৎ করে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
মুমূর্ষু অবস্থায় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরের উপকার করতে গিয়ে কৃষক আলতু মিয়ার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সূত্র : প্রতিবেশীর খড়ের গাদার আগুন নেভাতে গিয়ে কৃষকের মৃত্যু [কিশোরগঞ্জ নিউজ, ১২ জুলাই ২০১৭]