নিকলী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সংবাদদাতা ।।
বাংলাদেশ আওয়ামীলীগ নিকলী সদর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২০১৫ সম্প্রতি নিকলী ঐতিহাসিক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন নিকলী-বাজিতপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য আফজাল হোসেন। নবগঠিত ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান প্রধান অতিথি।
নিকলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম ছিলেন অনুষ্ঠান সঞ্চালনায়। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ইসহাক ভূইয়া। বিশেষ অতিথি কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ মো: ইমাম, কিশোরগঞ্জ জেলা আইনজীবি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক খান সাজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বছির উদ্দিন রিপন, উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি হাজী মো: নুরুল আমিন।
সম্মেলনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে একজন প্রার্থী মীর সিরাজুল হক তার প্রার্থীতা প্রত্যাহার করলে মো: কফিল উদ্দিনকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করলে মো: তাহের আলীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন।