করিমগঞ্জে কারচুপির দায়ে ইটভাটা ও জ্বালানি ডিলারকে জরিমানা

আমাদের নিকলী ডেস্ক ।।

করিমগঞ্জে পরিমাপে কারচুপির দায়ে এক ইটভাটা মালিক এবং অকটেন, পেট্রল ও ডিজেলের দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে উপজেলার জাফরাবাদ এলাকার মেসার্স মতিউর রহমান ব্রিকসকে ২০ হাজার টাকা এবং চামড়া বন্দরের দুই অকটেন, পেট্রল ও ডিজেলের ডিলার মেসার্স ভাই ভাই স্টোর ও মেসার্স আয়েশা ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এই জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই-এর পরিদর্শক জয়দেব রাজবংশীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু বলেন, ইটভাটায় পরিমাপে কারচুপির কারণে ভোক্তাগণ অন্তত শতকরা ২৫ভাগ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় এ ধরনের মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা দরকার।

সূত্র : পরিমাপে কারচুপির দায়ে এক ইটভাটাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা  [কিশোরগঞ্জ নিউজ, ২২ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!