লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক কলহের জেরে দেবরের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে সুমি আক্তার (২০) নামে এক কলেজপড়ুয়া গৃহবধূ মারা গেছেন। রোববার (৪ নভেম্বর ২০১৮) সকাল ৯টায় উপজেলার মুড়িয়াউক গ্রামে এ ঘটনা ঘটে। সুমি আক্তার মৃতঃ ছফিল মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মুড়িয়াউক পশ্চিমপাড়া গ্রামের মৃতঃ তবারক দেওয়ানের পুত্র ও নিহতের দেবর বোরহান উদ্দিন (২২) পারিবারিক কলহের জের ধরে কলেজপড়ুয়া ভাবী সুমি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মারা যান সুমি আক্তার।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি (তদন্ত) অজয়।