ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে সমাপনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সকাল ১০টায় কারিতাস আলোঘর প্রকল্পের শিশুশিক্ষা কেন্দ্রের ৯টি শিক্ষা কেন্দ্রে একযোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ চকযদু গ্রামের শিশুশিক্ষা কেন্দ্রের সভাপতি আলব্রিকুশ মারান্ডি’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিতাস আলোঘর প্রকল্পের এডুকেশন সুপারভাইজার রিপন কুমার সাহা।
এ সময় শিক্ষাকেন্দ্রে শিক্ষক পাস্কায়েল হেমরম, ম্যানেজিং কমিটির সভানেত্রী জিনিয়া হাসদা, সাংবাদিক আবু মুছাস্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশকে নিরক্ষরমুক্ত করতে কারিতাস আলোঘর প্রকল্প ভূমিকা রেখে যাচ্ছে। আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী পরীক্ষায় কারিতাস আলোঘর প্রকল্পের ৯টি শিক্ষা কেন্দ্রে ৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।