বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় নিহত ইউসুফ আলীর দাফন সম্পন্ন

আজিজুল হক বিপুল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার শিবগঞ্জে চণ্ডিহারায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে বাসের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী ইউসুফ আলী নিহত হয়। এ ঘটনায় ১৫ জনের বেশি আহত। সোমবার সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চণ্ডিহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের মরহুম মমতাজ প্রাং-এর পুত্র আলহাজ্ব মোঃ ইউসুফ আলী।

পরিবার সূত্রে জানা যায়, তিনি হজ্ব কাফেলার মুতওয়ালী ছিলেন। কাফেলার কাজে মোকামতলা যাওয়ার কথা ছিল। শিবগঞ্জ পুলিশ জানায়, বগুড়া-রংপুর মহাসড়কের চণ্ডিহারা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস ও তেলের লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাশ দিয়ে যাওয়া একটি মটর সাইকেল বাসের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে যায়।

এতে মটর সাইকেল আরোহী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৮ জানুয়ারি ২০১৯) সকাল ১০টায় আলহাজ্ব মোঃ ইউসুফ আলী নামাযে জানাজা শেষে তার নিজ গ্রাম রায়নগর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Similar Posts

error: Content is protected !!