চকমকি পাথর
শিবলী জামান
মাথার ভেতর চকমকি পাথর
জীবনের জৌলুস আর রিক্ততার
ঠোকাঠুকি চলছে অবিরাম।
মাঝে মাঝেই ঠিকরে উঠছে স্ফুলিঙ্গ
জ্বলে উঠতে চাইছে সুস্পষ্ট আগুন
আলোকিত করতে চাইছে মগজের বনভূমি।
আমি সেই আগুনের প্রতীক্ষা করছি;
যে আগুন একদিন ছড়াবে অদম্য দাবানল-
পুড়ে যাবে মগজের প্রতিটি গাছ ডাল-পালা,পাতা
পুড়ে যাবে স্মৃতির গভীরে প্রোথিত শিকড় বাকড়।
মাথার ভেতর চকমকি পাথর
ঠোকাঠুকি করছে অবিরাম।