খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে এক আওয়ামী সমর্থকের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা খুরশেদ আলম স্বাধীনের (৪৫) কানের লতি কাটাসহ রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিকলীস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে সাংসদ আলহাজ্ব মো. আফজাল হোসেনের ত্রাণ বিতরণ সংক্রান্ত সভায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথেই পুলিশ কাজিবুর রহমান স্বজন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত কাজিবুর রহমান স্বজন উপজেলা সদরের ষাইটধার উকিলপাড়া গ্রামের মৃত হাসান মাস্টারের পুত্র ও আওয়ামীলীগ কর্মি বলে জানা যায়। এ ব্যাপারে খুরশেদ আলম স্বাধীনের ছোট ভাই বাদি হয়ে একজনকে আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও এলাকাবাসি সূত্রে জানা যায়, ২১ এপ্রিল মঙ্গলবার কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সাংসদ আলহাজ্ব মো. আফজাল হোসেন নিকলী আসেন। বিকালে জেলা পরিষদ অডিটরিয়ামে দলীয় নেতা কর্মিদের নিয়ে স্থানীয় সমস্যা ও ত্রাণ বিতরণ সংক্রান্ত এক সভায় বসেন। এক পর্যায়ে স্বজন যুবলীগ নেতা স্বাধীনকে ধারালো কিছু দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে স্বাধীনের বাম কানের লতি কেটে যায়। ঘাড়ে রক্তাক্ত জখম হয়। উপস্থিতরা তাকে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য স্বাধীনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক নূরুন্নাহার জেমী জানান, কানের চিকিৎসায় উন্নত যন্ত্রপাতি না থাকায় এবং ঘাড়ের আঘাতের জন্য তাকে বড় হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি।
নিকলী থানার পুলিশ ইনচার্জ শামসুল সিদ্দিকী মামলা ও আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিৎ করে জানান। সাথে সাথে আসামি গ্রেপ্তার করে বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি।

