মালদ্বীপে স্বাধীনতা দিবস পালন ও একটি আন্তরিক প্রচেষ্টা

অঞ্জন সূত্রধর, মালদ্বীপ প্রতিনিধি ।।

স্বাধীনতা দিবস পালন করা হয় মালদ্বীপের রাজধানী শহর থেকে ১৫০ মাইল দূরে অবস্থিত কোরেদো আইল্যান্ড রিসোর্টে। আমরা যারা দূর প্রবাসে কর্মের প্রয়োজনে, দেশের আর্থিক চাকায় সহযোগিতার হাত লাগাই সেখানে দেশের অনেক কিছুই আমরা জানলেও পালন করতে পারি না। কারণ, দেশের হলেও ওই দেশে তো আর আমাদের দেশের কিছু কার্যকর নয়। তারপরও এ বছর আমরা মালদ্বীপের কোরেদো আইল্যান্ড রিসোর্টে সুইডেন নাগরিক লার্স পেত্রে’র সার্বিক সহযোগিতায় স্বাধীনতা দিবস পালন করেছি। কোরেদো আইল্যান্ড রিসোর্টে বসবাসকারী বাংলাদেশের বিভিন্ন এলাকার, বিভিন্ন পেশাজীবি লোকদের সমম্বয়ে ও সহযোগিতায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এখানে আঞ্চলিক হিসাবে বসবাস করলেও আমাদের সবচেয়ে বড় পরিচয় হল বাঙালী ও বাংলাদেশী।

পর্যটন রাষ্ট্র মালদ্বীপে বাস করে হাজার হাজার বাংলাদেশী। ওখানকারই একটি কোম্পানি হলো কোরেদো আইল্যান্ড রিসোর্ট। কোম্পানিটির মালিক সুইডেনের বাসিন্দা। নাম লার্স পেত্রে। তিনি তাঁর কোম্পানির শ্রমিকদের (যারা বাংলাদেশী) স্বাধীনতা দিবস পালন করার জন্য কোম্পানি থেকে খরচ দেন এবং একজনকে এসব কাজ করার জন্য পরিচালক হিসাবে দায়িত্ব দেন। সেক্ষেত্রে বাংলাদেশীদের স্বাধীনতা দিবস পালনে সহযোগিতা করেন কোম্পানির সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীগণ। বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো ১৯টি দেশের নাগরিক আমাদের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে নিজেরাই তৈরি করি স্মৃতি সৌধ।

একঘণ্টার ছুটি দেয়া হয়েছিল শ্রদ্ধা নিবেদনের জন্য। সকলেই উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তখন সেখানে তৈরি হয়েছিল একখণ্ড বাংলাদেশ। এখানে সার্বিক দায়িত্ব পালন করেন অঞ্জন সূত্রধর, মিজানুর রহমান, আরিফুল হক ও আব্দুল কাদের।

মিঃ রেইনা- জেনারেল ম্যানেজার, এফবি ম্যানেজার- মিঃ আবাহী, হাউজকিপিং ম্যানেজার- মিঃ সাবী ইবরাহীম, মিঃ আদম ও মিসেস তারিয়া। এর মধ্যে স্বাধীনতা দিবসটি পালনের জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেন মিসেস মিনি পাল, ম্যানেজার (এইচআর)। তিনি ভারতীয় বংশোদ্ভূত নাগরিক।

ওখানে বসবাসরত একজন জানান, আজ নয় বছর যাবত আমি মালদ্বীপে বসবাস করছি। কিন্তু কখনোই স্বাধীনতা দিবস, বিজয় দিবস, মাতৃভাষা দিবস কোনকিছুই পালন করা হয়নি। এই বছরই প্রথম আমরা খুবই জাকজমকপূর্ণভাবে পালন করলাম স্বাধীনতা দিবস। আজ বিদেশ থেকেও মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশেই বাস করছি আমাদেরই আত্মীয়-পরিজনের সাথে। আমি অত্র কোম্পানির সর্বাঙ্গীন মঙ্গল ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

Similar Posts

error: Content is protected !!