নিজস্ব প্রতিনিধি।।
মেধাবী বাবার সন্তান নাজিউল আলম দিবস। ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
শিক্ষার প্রতিটি স্তরেই মেধার স্বাক্ষর রেখে চলেছে দিবস। এর আগে পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতেও জিপিএ-৫ পেয়েছিলো এই মেধাবী। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার দৃপ্ত পদচারণা। দিবস আবৃত্তি এবং অভিনয়েও সমান পারদর্শী।
নাজিউল আলম দিবসের বাবা খাইরুল আলম বাদল; বহু গুণের অধিকারী, নিকলী উপজেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলী ডটকম সম্পাদক, নিকলী তথা পুরো কিশোরগঞ্জ জেলার সবার প্রিয় মানুষ বাদল ভাই। মা নাজমা বেগম, গৃহিণী।
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদালয়ের ছাত্র নাজিউল আলম দিবস বড় হয়ে বিজ্ঞানী হতে চায়। মায়ের ইচ্ছে ছেলেকে ডাক্তার বানানোর। তবে শেষ কথা হলো, ছেলের আগ্রহটাকেই প্রাধান্য দেবেন বাবা-মা দু’জন।
পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড সমানতালে চালিয়ে যাওয়ার আগ্রহ রয়েছে দিবসের। তার আগামী পথচলায় সবার কাছে দোয়া চেয়েছে।
দিবসের একমাত্র ছোট বোন খাইরুল জান্নাত দিবা কিশোরগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
নাজিউল আলম দিবসের সাফল্যে শুভ কামনা জানিয়েছে আমাদের নিকলী ডটকম পরিবার।