সংবাদদাতা ।।
নিকলী জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার এগারটায় ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় প্রদান অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিব, অবসর প্রাপ্ত শিক্ষক আবদুল জব্বার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ, সহকারী শিক্ষক অজিত কুমার দাশ, উজ্জল বিশ্বাস, বিদায়ী ছাত্র সিয়াম হাসান অক্ষয়, রুবেল মিয়া, দশম শ্রেণীর মাহাথির রবিন, রায়হান, সাব্বির, নাফিজ ফুয়াদ অয়ন, অষ্টম শ্রেণীর আশিদুল হক রায়হান, কাশবিয়ান নিলয়, সপ্তম শ্রেণীর শাহ মাইনুল আহসান, শিহাব আল হেবিন, তানজিম হাসান ইশিন, হাবিবা ষষ্ঠ শ্রেণীর কারার সেফতা, সানী প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেষণ করেন অজিত কুমার দাস, রুবেল সাহা, সাদিয়া, সাথী।