আশপাশে আত্মাদের উপস্থিতি টের পাবেন যেভাবে

আমাদের নিকলী ডেস্ক ।।

রাস্তা দিয়ে একা একা হাঁটছেন, অথবা একা রয়েছেন কোনো নির্জন স্থানে, গা ছমছমে পরিবেশ। ভাবছেন কেন? আপনি হয়ত জানেনই না আপনার পাশে রয়েছে তেনারা।

কথা বলতে চাইছে আপনার সাথে। কিন্তু কি করে বুঝবেন?

রাতে বাজে স্বপ্ন দেখা : সাধারণত স্বপ্নের মাধ্যমেই সবচেয়ে বেশি মানুষের সাথে কথা বলতে চায় আত্মারা। তাদের কথা স্বপ্নের মাধ্যমেই জানাতে চায়। ফলে আত্মাদের আপনার সাথে যোগাযোগ করার অন্যতম বড় হাতিয়ার স্বপ্ন।

নিজের মধ্যে লক্ষ্যণীয় পরিবর্তন : আপনার আশপাশে আত্মারা থাকলে আপনার কথাবার্তা, স্বভাবে একটা লক্ষ্যণীয় পরিবর্তন আসবে। আপনার মনে হতে পারে পাশে কেউ বসে রয়েছে। হাত-পা ভারি ভারি লাগতে পারে।

হঠাৎ হঠাৎ চমকে ওঠা : মাঝে মাঝেই আপনি চমকে উঠতে পারেন। এর অন্যতম কারণ হিসাবে জানা গেছে পাশে আত্মাদের উপস্থিতি।

সূত্র : যেভাবে বুঝবেন আপনার আশেপাশে আত্মাদের উপস্থিতি  [কালের কণ্ঠ অনলাইন, ২২ জুন ২০১৭]

Similar Posts

error: Content is protected !!