নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সাবেক সংসদ সদস্য মরহুম আমীর উদ্দিন আহমেদ এবং বাজিতপুর কলেজের সাবেক অধ্যাপক আব্দুর রাশিদ সাহেবের বড় বোন জোহরা খাতুন আজ (সোমবার ১৪ আগস্ট) ভোর সাড়ে ৫টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১১০ বছর। তিনি নিকলী উপজেলা সদরের নগর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯০৫/১৯০৬ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা তৎকালীন ধণাঢ্য ব্যবসায়ী ও কৃষিজীবী মরহুম “মমিন হাজী” ১৯২৯ সালে পবিত্র হজ্ব পালন করেন।
স্বামী ছিলেন কারপাশা ইউনিয়নের মজলিশপুর (বড়হাটি) নিবাসী মৌলভী আব্দুর রহমান; যিনি আগ্রায় লেখাপড়া করেছিলেন। বিগত ১৯৮০ সালে স্বামীর মৃত্যু হয়। তাঁর বড় ছেলে নিকলী কলেজের সাবেক অফিস সহকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান। তাঁর নাতি-নাতনীরা অনেকেই স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মৃত্যুকালে তাঁর ৫ম প্রজন্ম (নাতনীর নাতী) সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।