আবদুল্লাহ আল মহসিন ।।
উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলা ২০১৫ নিকলী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভূইয়া, উপজেলা থানা কমান্ড আবু বকর সিদ্দিক প্রমুখ। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল প্রদর্শিত হয়।
আগত দর্শক উৎফুল্ল হয়ে মেলায় আনন্দ উপভোগ করছে। উপস্থিত শিক্ষার্থীরা মেলাতে এসে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।