সংবাদদাতা ।।
জেলা পর্যায়ে ৪৪তম আন্তঃস্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় নিকলী জি,সি পাইলট মডেল স্কুলের সাঁতারুরা কিশোরগন্জ জেলায় চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করে। বৃহস্পতিবার সকালে জেলার হাসমতউদ্দীন উচ্চবিদ্যালয়ের পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুক্ত সাঁতার ও চিত সাঁতারে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বড় গ্রুপের ৯ম শ্রেণীর ছাত্র মোঃ সানী এবং ৬ষ্ঠ শ্রেণীর আরমান বুক সাঁতার ও চিত সাঁতারে চ্যাম্পিয়নশীপ অর্জন করে।
জেলা পর্যায়ে সাঁতারে অন্যান্য কৃতিত্ব অর্জনকারী হলো শাওন বুক সাঁতার ১ম স্থান, সুজন বাটারফ্লাইয়ে ১ম স্থান ও ফ্রি স্টাইলে ২য় স্থান, নাঈম বাটারফ্লাই ও চিত সাঁতারে ২য় স্থান। রিলেতে ১ম স্থান অর্জনকারী সাঁতারু রিজেল, সুজন, সানী ও শাওন। নিকলী জি,সি পাইলট মডেল স্কুলের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ বলেন, বরাবরের মতো এবারো আমার স্কুল সাঁতারে কয়েকটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি বিভাগীয় ও জাতীয় পর্যায়েও আবারও কৃতিত্ব অর্জন করবে।