সংবাদদাতা ।।
নিকলী সদরের ষাইটধার গ্রামে মহররম-এর মাহাম বা তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন এলাকার প্রায় কয়েকশ’ অনুসারী। মিছিলটি ষাইটধার এলাকার বড় সড়কগুলো প্রদক্ষিণ করে। মাহামটি রং-বেরঙের কাগজ দিয়ে সাজানো হয়। চারদিকে কাল্পনিক কারবালা প্রান্তর ফুটিয়ে তোলা হয়।
নিকলীতে তাজিয়া মিছিল
