সংবাদদাতা ।।
নিকলীতে সুজন ভূইয়া (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার উত্তর দামপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মিজান মিয়াকে আটক করা হয়েছে। সুজন ভূইয়া উপজেলার উত্তর দামপাড়ার বাসিন্দা এবং তার সহযোগী মিজান একই এলাকার লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও একটি ডাকাতি মামলার আসামি সুজন ভূইয়াকে ১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মিজান মিয়াকে আটক করা হয়েছে। এছাড়া, দামপাড়া নয়াহাটি গ্রামের চোলাই মদ ব্যবসায়ী রইচ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।
সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম দুপুরে জানান, আটক দু’জনকে কিশোরগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।