মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বর্তমান সরকার সর্বদা গরীব ও দুঃস্থদের পাশে দাঁড়ায়। তাদের শীত নিবারণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র প্রদান করেছে। তা আমরা গরীব ও দুঃস্থদের মাঝে বিতরণ করছি।
শনিবার সকাল ১১টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আলী রেজা তোতন, আইয়ুব খান, সাজেদুল ইসলাম সুজন, নজমল হোসেন মজো, রুমি বেগম, হাজেরা বেগম, তহমিনা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এম আর বিপ্লব, উদ্যোক্তা মিসফাকুর রহমান উজ্জল প্রমুখ। ইউনিয়নের ৩০০ জন গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।