ইসলামিক ফাউন্ডেশনের শিশু-কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতা ।।
ইসলামিক আদর্শ ও মূল্যবোধ সৃষ্টি এবং ইসলামী সংস্কৃতির সঙ্গে শিশুদের পরিচিত করে তোলার লক্ষে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নিকলী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার স্কুল-মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ক ও খ গ্রুপে বালক-বালিকা প্রতিযোগী আযান, কেরাত, হামদ, নাত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, তাৎক্ষণিক রচনা লিখন প্রভৃতি বিষয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা অনুষ্ঠান বাস্তবায়ন করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপার ভাইজার আবুল বাসার। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বই ও সনদ তুলে দেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!