মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভাস্কর দেবনাথ বাপ্পির সাথে উপজেলার মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর সকালে উপজেলা পরিষদ (নান্দিনা) হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতির সূর্যসন্তান বাজিতপুরের রণাঙ্গনের বীর সেনানীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।