সংবাদদাতা ।।
নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন পর্যায় থেকে বাছাইয়ের পর সোমবার নিকলী স্টেডিয়ামে গ্রামীণ খেলাধুলার উপজেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এতে নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন থেকে গ্রামীণ খেলার হা-ডু-ডু, দারিয়াবান্দা, গোল্লাছুট, দড়িলাফ খেলার বিভিন্ন দল অংশগ্রহণ করে। এর পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, উপস্থিত ছিলেন কিশোরগন্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশান আরা প্রমুখ।