সংবাদদাতা ।।
ব্যাডমিন্টন খেলা নিয়ে দু’দলের সংঘর্ষে উভয় পরে কমপে তিন ব্যক্তি আহত হয়েছেন। আহত অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, বিগত শনিবার রাত ৮ টার সময় নিকলী সদর ইউনিয়নের পূর্বগ্রাম জঙ্গীলহাটি গ্রামের জজ মিয়ার পুত্র আমির হামজা ও মৃত মালি ভূইয়ার পুত্র বকুলের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল রাম দা, লোহার রড ও লাঠি ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের বরজু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি টিনের ঘর ভাংচুর করে। বরজু মিয়ার পুত্র নুর খানকে রাম দা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। বরজু মিয়ার পুত্রবধূ জোসনা (২০) কে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটিয়ে কিছু মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এলকাবাসী এসে নূর খানকে আহত অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জোসনাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলাকালীন স্বতীর্থদের আঘাতে ফরহাদ (২০) আহত হলে তাকে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে বরজু মিয়ার ছেলে মো: ফুরকান বাদী হয়ে আমীর হামজা (২৫), ছাইফুল (২২), ফরহাদ (২০), বকুল (৪৫), জুয়েল (২১), জজ মিয়া (৬০) ও হাদিস (৫৭) কে আসামী করে রোববার নিকলী থানায় একটি মামলা করেন। এ ব্যাপারে নিকলী থানার ওসি একে, এম, মাহবুব আলম জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।