২-০তে ধরাশায়ী দামপাড়া ॥ ফাইনালে নিকলী সদর

সংবাদদাতা ।।
উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ খেলায় মঙ্গলবার ৯ সেপ্টেম্বরের সেমিফাইনাল অনুষ্ঠিত হয় নিকলী সদর ইউনিয়ন একাদশ বনাম দামপাড়া ইউনিয়ন একাদশের মধ্যে। ৬ বিদেশী খেলোয়াড় নিয়ে সদর ইউনিয়ন দল গঠন করলেও মাঠে খেলেছেন ৫ জন। অন্যজন সাইড লাইনে বসে খেলা উপভোগ করেন। বিদেশীদের পাশাপাশি জাতীয় দল ও ঢাকা লীগের বেশ কয়েকজন পরিচিত ফুটবলারকেও দলে তালিকাভুক্ত করেছিল নিকলী সদর একাদশ।
শুরু থেকেই ভালো দল গঠনের সুবাস বইছিলো সদর ইউনিয়ন শিবিরে। প্রথমার্ধেই ১ গোল করে এগিয়ে নিকলী ইউনিয়ন দল (১-০)। দামপাড়া ইউনিয়ন একাদশ তেমন কোনো সুযোগ পায়নি সমতা ফেরানোর। ১-০ ব্যবধানে এগিয়ে ফুরফুরে মেজাজে সদর ইউনিয়ন দ্বিতীয়ার্ধ শুরু করে। দামপাড়া ইউনিয়ন একাদশের খেলায় ফেরার প্রাণান্তকর প্রচেষ্টা গুড়িয়ে দেয় সদর ইউনিয়নের সুদক্ষ রক্ষণভাগ; যেখানে তারা ভিড়িয়েছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের গোলকিপার। দামপাড়া একাদশ যখন মরিয়া হয়ে উঠে সমতা আনতে এর ফাঁকে খেলার দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে সদর ইউনিয়ন একাদশ (২-০)।

semi_8-9-15
খেলা পরিচালনা করে কিশোরগঞ্জ ক্রীড়া পরিষদের রেফারি ও সহকারী এম এ কাহ্হার, মাসুদ ও নয়ন। আগামী রোববার ১৩ সেপ্টেম্বর ফাইনাল খেলায় মুখোমুখি হবে নিকলী সদর ইউনিয়ণ একাদশ ও গুরুই ইউনিয়ন একাদশ। অনুষ্ঠিত হবে নিকলী স্টেডিয়ামে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!