সংবাদদাতা ।।
পৃথক দুটি গলা কেটে হত্যাকাণ্ড ঘটেছে বাজিতপুর ও করিমগন্জ উপজেলায়। বুধবার ৩০শে সেপ্টেম্বর গভীর রাতে বাজিতপুর উপজেলার আতকাপাড়া নোয়াহাটি এলাকার সড়কে পরিচয় না জানা একজন রিকসাচালকের (৭০) গলাকাটা লাশ উদ্ধার করে বাজিতপুর পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগন্জ মর্গে পাঠানো হয়।
এ দিকে জেলার করিমগন্জ উপজেলায় মন্জিল মিয়া (৫০) নামে আরেকজন অটোরিকসা চালকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার ৩০শে সেপ্টেম্বর উপজেলার জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া গ্রামে রাত দেড়টার সময় সংঘটিত হয়। নিহত মনজিল মিয়ার গ্রামের বাড়ি জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে কাকুরদিয়া এলাকায় রাস্তার পাশে মনজিলকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা জীবিত ভেবে উদ্ধার করে করিমগন্জ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। করিমগন্জ থানা ওসি দীপক মজুমদার জানান, লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।